মন খারাপ
আমার মন খারাপ শুধু তোমারই জন্য
শুধু তোমারই জন্য এ জীবনে বিরহ ভরা।
আমার সকল মন খারাপে শুধু তুমি
তুমিই তো আমার প্রথম ভালোবাসা।
আমার মন খারাপ শুধু চাওয়াতে
শুধু তোমাকেই নতুন কল্পনায়।
আমার ভাবনার অনুভূতির জগতে
শুধু তোমারই জন্য আমার মন খারাপ।
তবুও আমার ভালোলাগা একটাই
শুধু তোমারই জন্য এ ভালোবাসা।
কোনো এক দেশের সীমানায়
শুধু ব্যর্থ প্রেমের মন খারাপের কথা লেখা;
সেদিন কোন এক ভদ্রলোক
পড়েছিল মন খারাপের কথা।
আমার রাত জাগা স্বপ্নগুলো
এক পলকে মিশে যায়
শুধু মন খারাপের চোখের জলে।
এ প্রেম শুধু তোমাকেই- শুধু তোমাকেই
আর এক জগতে রাখা।
আমার মন খারাপের সকল পাতায়
শুধু তোমারই নাম রক্তে লেখা;
তুমি আছো নীরবে আমারই ভাবনায়-
কখনো অনুভূতির দেওয়ালে আর
কখনো;-দূর সীমানার প্রান্তরে।।
০৯/০৭/২১