মন খারাপের বিজ্ঞাপনে ১৪৪ ধারা (Mon kharaper biggapone 144 dhara)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এ শহরে মন খারাপের বিজ্ঞাপনের উপর
১৪৪ ধারা জারি করা হোক।

নগরীর অলিতে গলিতে
সোডিয়াম বাতির নিচে
কিংবা পার্কের মোড়ে
কোথাও কোনো বিলবোর্ড থাকবে না।

যুগলদের সকল প্রকার ব্যক্তিগত সমাবেশ
শিহরণ জাগানো চুম্বন,
নিষিদ্ধ স্পর্শ কিংবা রুম ডেট
অনির্দিষ্টকালের জন্যে নিষিদ্ধ করা হোক।

আর্মড ফোর্সেস ছাত্রী হোস্টেল
কিংবা মোনালিসা বালিকা বিদ্যালয়
কোথাও কেউ ভিড় জমাবে না৷
হাতে থাকা লাল গোলাপের পাপড়ি শুকিয়ে যাবে,
তবুও হাতবদল হবেনা।

বসন্ত বরণ অথবা পয়লা বৈশাখের উৎসবে
কুমারী যুবতীদের শাড়ি পরা নিষিদ্ধ করা হোক।
প্রিয়তমার শ্যাম্পু পরবর্তী চুলের সুবাস
রুখে দিতে সর্বত্র N95 মাস্ক বিতরণ করা হোক।
ডাক বাক্সে জমে থাকা প্রেমের চিঠিগুলো
মেয়াদ উত্তীর্ণ ঘোষনা করা হোক।

প্রেম কিংবা বিচ্ছেদ সবই আজ
মন খারাপের বিজ্ঞাপনে সয়লাব।
মন খারাপের বিজ্ঞাপন দিয়ে কি লাভ?
যদি কাস্টমারই না আসে!

তাই মন খারাপের বিজ্ঞাপন দিয়ে
মন খারাপ করার থেকে ১৪৪ ধারাই ভালো।

0

Publication author

0
শামিম রেজা ২০০০ সালের ০১ জানুয়ারি তারিখে চট্রগ্রাম সেনানিবাসে জন্মগ্রহণ করেন। তার পিতাঃ অব. বেসামরিক সেনা সদস্য মোঃ ইউনুস শিকদার এবং মাতা নাজমা সুলতানা। শামিম রেজার পৈত্রিক নিবাস বরিশালের উজিরপুর থানার আটিপাড়া গ্রামে৷ তিনি বর্তমানে সরকারি বি.এম কলেজে পরিসংখ্যান বিভাগে অনার্সে অধ্যায়নরত। তিনি মুলত শখের বসে কবিতা লেখেন। শামিম রেজা নিজেকে পেশাদার কবি মনে করেন না।
Comments: 0Publics: 1Registration: 22-03-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।