মন
মন খারাপের বন্দি দিনে
অভিমানে যাচ্ছি দূরে
তবুও আমি আসব ফিরে
আলো হাতে যাত্রী হয়ে
ভেঙে পড়ি অভিমানে
মন যেতে যায় খারাপ হতে
ফিরে আসি ভাবনা ভেঙে
এক পৃথিবী স্বপ্ন নিয়ে
আপন হৃদয় ভাঙল যদি
পরের হৃদয় জুড়বি কিসে?
যদি দুঃখে ভাসলি ও মন
দুঃখ ঘুচাবি কোন পথেতে?
এত আশা করিসনে মন
কেঁদে কেঁদে খোয়াস জীবন?
সব ভেঙে মন আয় বেরিয়ে
উড়াল দিয়ে সৎ পথেতে
এক পৃথিবী দয়া নিয়ে
নৌকো নিয়ে চল রে ভেসে
আবার হবে এক পৃথিবী
সৎ এর জীবন ভীষণ দামি!
Subscribe
Login
0 Comments
Oldest