মরুভূমি
আমার হাতে গোলাপ আছে
রক্ত রঙে লাল,
তোমার ঘরে রঙীন আলো
সুখের কপাল.
তোমার তো সবই ছিলো
আমার ছিলে তুমি
ধ্বংস করে বানালে আমায়
শুকনো মরুভূমি.
Subscribe
Login
0 Comments
Oldest