মশার সাথে একান্ত সংলাপ
মশার সাথে একান্ত সংলাপ
– নির্মল চক্রবর্তী
রাতে আজ ঘুমুতি দিবিনা তুই হারামি মশা !
উঠোন, শুকনো ঘাস, নড়েনা গাছের কোনো পাতা |
তার ওপর ঘাম ঝরে, প্যাঁচ-প্যাঁচে ভ্যাপসা গরম |
কানের সামনে শুনি অবিরত গুনগুন, ঝাল-পালা কান |
কেনে মশা জ্বালাতনে, জ্বালাস এ প্রাণ?
রাতে বুঝি তুই আর ঘুমুতেই দিবিনা হতচ্ছাড়া !
তোর জন্য খবর আছে, সুখবর, জবর খবর |
গাড়ি করে ধোঁয়া দেয়, ফুটপাতে ছড়ায় ওষুধ,
এমন খবর শুনি, পালাবি কোথায় তুই বাপ্?
উড়ে যা, উড়ে তুই চলে যারে গুলশানে |
সাহেবের সোফায় বসে নাড়াস ডানা |
সেথায় রক্ত পাবি, স্বাদ পাবি বিদেশী সুবাস |
ফুটপাতে মানুষের খেটে খাওয়া পিচের শরীর |
ঘাম ঝরা শরীরের নেই কোনো স্বাদ |
শরীরের রক্তবিন্দু শুকিয়েছে সেই কোন কালে !
রক্তের এক আনা শুষে নিছে ফালানীর মাও,
আর দুই গোন্ডা সমর্থ ছাওয়াল মেয়ায় |
পনেরো আনাই রক্ত শুষে নিছে গুলশানে ইটের দালান |
শুষে নেয়া রক্তে তাই, ইট দেখ টকটকে লাল |
উড়ে যা, মশা তুই উড়ে যারে গুলশানে,
সাহেবের সোফায় বসে নাড়াস ডানা, সেথায় রক্ত পাবি,
স্বাদ পাবি বিদেশী সুবাস |
ফুটপাতে ঘুরাঘুরি, অযথাই হবে বৃথা শ্রম |
ঢাকা, ১৯৯১