মহাকালের পায়ে
মহাকালের পায়ে
জয়ন্তী পাহাড় ঘিরে
তোরসা নদীর চরে
কাশবনের উপরে
দামাল হাওয়া খেলে যায় অবহেলে
মাতাল আমার মন
তোমার সাথে যখন
দেখে শালতরু-বন
উথল প্রাণে ছুটে যায় পাহাড়-কোলে।
নীল পাহাড়ের চূড়ে
মহাকালের মন্দিরে
এ জীবন বাজি করে
দিয়েছি মহাকাল-পদে অর্চন-ডালা
একটাই নিবেদন
বরষা নামে যখন
তোরসা হবে ভীষণ
অঙ্গুলি হেলনে থামিও তাণ্ডব-লীলা।
#পঙ্কজ কুমার চ্যাটার্জি।
Subscribe
Login
0 Comments
Oldest