মহাকাল
স্বপ্ন আমি তোমার আগেই চলে যেতে চাই, মরণের ওই দেশে!
পারের খেয়া ঘাটে বসে,তোমার জন্য প্রতিক্ষা করবো!
তুমি এলে দুজন মিলে সঙ্গী হবো, সেই জীবনের মহাযাত্রার!
ভাব আর ভাবনায় হারাবো,অনন্ত কালের সীমাহীন সুখের গভীরে!
মুক্ত বিহঙ্গের মত ডানায় ভর করে, উড়ে বেড়াবো স্বর্গের বনে বনে!
যেখানে নেই কোন শৃঙ্খলের অদৃশ্য ফাঁদ,নেই কোন জাগতিক মোহের বাস্তবতার কারাগার!
সেখানে কেবলই অনাবিল শান্তি, সুষমার ঝর্ণার অবিরাম গান!
সেই জীবনেই তোমাকে চাই, আপন করে এই নীড়ে, এই অতৃপ্ত প্রাণের গভীরে!
সেই মহাকালের মহাকাব্য রচিত হবে বলে, আমি চলে যেতে চাই,
তোমাদের এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে, দুরে আরও বহুদূরে!