মহাশয়”
“মহাশয়”
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
মোঃ রহমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
সহিলে মহাশয়,
না সহিলে কিছু নাহি শয়,
দুঃখ শয় তো সুখ নাহি শয়,
সুখ শহিলে দুঃখ নাহি রয়।
তবে সুখ সুযোগ বুঝে সরে যায়,
দুঃখ সে তো অতি আপন
সবার’ই সাথে সাথে কিছু তো রয়,
সুখ কহে আমি নহে,
তোমাদের অনন্তকাল।
দুঃখ সে তো তোমার হামেশা
রবে একটু একটু চিরকাল।
মহাশই কজনেই মশাই,
সুখেরই গুন সারাকাল গাই,
তবু নিরবে নিরবে
দুঃখ’কে পুষে যাই।
যে যতটুকু পারে শইতে,
বিধাতা ঠিক ততটুকুই দিয়াছেন,
লিখে তার লিপিতে।
তবে মিছে’ই গীবত করি আমরা
সুখ আর দুঃখের,
দোষ খুঁজি না কেন ?
আমোরা সবে নিজ নিজ নিজেদের,
মহাশয় হয়ে আমরা শইতে
পারি সবই,একটু একটু
সবুর করি যদি,
শইতে, শইতে, শইবে সবই,
কর্ম তরে দুই জাহানে
ইনসাফ যাই হবি,
মশয় যদি মহা নাহি শয়,
তবে বলো তাকে আর কে বা বুঝায়।
০১.০৮.২০০৫