মাতৃভাষা
আমি বাঙালি,
আমি বাংলায় কথা বলি,
বাংলা আমার মাতৃভাষা,
বাংলায় নেই কোন জরতা,
এ ভাষায় রয়েছে মিষ্টতা।
আর্বি,উর্দু, ফ্রেঞ্চ, ফরাসি, ইংরেজি,
সর্বশ্রেষ্ঠ আমার বাংলা।
আমি বাঙালি,তা গর্বের সাথে বলি।
বাংলা আমার গর্ব আন-বান -শান,
আমি বলি বাংলা আমার মহান।
বাংলায় আছে বিশ্বকবি রবি,
আর আছেন নেতাজি সুবি,
ক্ষুদিরাম বাংলার সন্তান,
সত্যিই আমার বাংলা মহান।
এসেছেন অহিংস মহাত্মা গাদ্ধি,
বাংলাকে আমি সর্বদা সাধি।
আমি বাঙালি,বাংলায় কথাবলি,
আমি বাংলার সন্তান,
বাংলা আমার মহান।
বাংলায় আছে বারোমাসে তেরো
পার্বন,
বাঙালির অতি সহজসরল মন,
বাংলা আমার প্রাণ,
আমি বাঙালির সন্তান।
বাঙালির মাছের ঝোল,
তাতে নেই কোন ভেজাল -গন্ডোগোল।
আমি বাংলার সন্তান,
আমার বাংলা মহান,
বাংলার তাঁতির তাঁতের শাড়ি,
তার নেই কোন জারিজুরি।
বাঙালির জুরি মেলাভার
বাঙালি করে মনদিয়ে সংসার।
এভাষা মধুর চেয়েও মিষ্টি,
তাই আমি বাংলা বড্ড ভালোবাসি,
আমি বাংলার সন্তান,
বাংলা আমার মহান।।
বণশ্রী সাহা,
রামকৃষ্ণপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ