মাতৃহীন শৈশব
এই সমাজে যাদের নেই মা,
তাদের দুঃখের নেই সীমা।
যে শিশুরা সব মাতৃহীন
দুঃখে কষ্টে যাচ্ছে দিন,
যতোই থাকুক বাবার টাকা
মা ছারা এ জগত ফাঁকা।
মা না থাকলে কেউ দেবে
না দাম,
যতোই ঝরাও নিজেদের
মাথার ঘাম।
তোমরা যখন শুনবে পরের কথা,
পাবে শুধু ব্যাথা।
যদি না থাকে মা তবে লাগবে খুব একলা,
মা ছাড়া ভবিষ্যতের দিন
গুলো খুব মেঘলা।
মায়ের স্নেহ মমতার ঋন ,
কেউ মেটাতে পারবে না
কোনোদিন।
সব বাবারা যদি বাঁধে
আবারও সংসার,
মাতৃহীন বাচ্চাদের অবস্থা হবে
জঞ্জাল ও কারাগার।
যদি আসে এবার নতুন শতমা
সে আমাদের গড়তে দেবে না
জ্ঞান গরিমা।
বোধহয় এবার ছাড়তে হবে
আমাদের বাসস্থান,
জানি না আমরা ঠাই পাবো
কোন স্থান ?
আমার কখনো কোনদিন কোনো মা কে দেবো না কষ্ট,
আমাদের শৈশব হতে দেবো না নষ্ট।