বিশ্ব কবি
যিনি সাহিত্য জগতে পথ দেখালেন বহুদূর
তিনি আমাদের একমাত্র প্রাণের রবি ঠাকুর।
সাহিত্য জগতে তোমার অবদান শেষ নাই
তোমার শ্রী চরণে আমার প্রণাম জানাই।
এই অসীম জগতে করছো তুমি বিচরণ
তুমি কেড়ে নিয়েছ বিশ্ববাসীর হৃদয় ও মন।
এই হৃদয় মন্দিরে তুমি করছো অবস্থান
তুমি চির শ্বাশত তুমি চির অম্লান।
তুমি যতই থাকো আমাদের থেকে দূরে
তুমি রবে চিরকাল আমাদের হৃদয় জুড়ে।
জীবনের পথ চলতে ধরেছি তোমার হাত
তুমি আমার প্রাণের গুরু ওগো রবীন্দ্রনাথ।
যখন জীবনে আসে দুঃখ, যন্ত্রণা, ভয়
রবি ঠাকুর হলেন আমার চির আশ্রয়।
Subscribe
Login
0 Comments
Oldest