মামদোর মহাভোজ
মগডালে চড়ে বসে দুইজন মামদো
চলছে ভীষণ জোরে, দুজনের দ্বন্দ্ব
হঠাৎ থমকে গিয়ে বুড়ো করে মামদো
গম্ভীর স্বরে বলে ওরে ভাই হুমদো
চারিদিকে আজ যেনো মাছ মাছ গন্ধ
উড়ে গিয়ে এখুনি খোঁজ নিয়ে গ্রামেতে
এনেছে মাছ আজ কোন কোন বাড়িতে
টুক করে তুলে নিয়ে চলে আয় এখানে
রাত্তিরে ভোজ হবে আমাদের উঠানে
আমাদের দলপতি আছে নাকি এখানে
বাদ যেনো না পড়ে ভালো করে খোঁজ নে
কানা খোঁড়া ল্যাংড়া যত ভূত আছে আজ
সবাইকে ডাকা হবে পড়বে না কেউ বাদ
রাত্তিরে কাঁচা মাছে জমে যাবে সভা আজ
সঙ্গে থাকবে আরো টেপিদের ন্যাকা নাচ
রাত্তিরে মজা হবে মাছে আর নাচেতে
থাকবে হরেক পদ সকলের পাতেতে
******************************************