মায়া
মায়া
-ভাস্কর পাল
মায়া বেড়েছে রাত্রিরেতে মাঝ গগনে নাহি সূর্যি
আকাশতলে ঢুলছে তারা শব্দরা আজ গৃহবন্দি।
মধ্যদিবার সূর্যি এখন রাতের ঘোরে উন্মাদিত
রাত্রি দিবার চন্দ্রিমা তাই মাঝ গগনে দিচ্ছে আলো।
মায়া বেড়েছে বই গুলোতে পরে আছে যা বছর জুড়ে
মায়ার বাঁধন কাটেনি আজও কত স্মৃতি সব মুছে গেছে
কোন মায়াতে ঝরিয়াছে ফুল কোন সে পথের দিশায়
কোন তারারা স্বপ্ন বেঁধে সুরের তরী ভাসায়!!
ওই যে ঈশান কোণের মেঘে জমিছে আকাশে জুড়ে
ঐ যে ঝড়ে নাহি ঝরিছে প্রেমের নৌকো ভাসিয়া চলে
কোন সে মায়ায় কীসের তরে, খরস্রোতা নদীর স্রোতে
জীবনতরী ভাসিয়া চলে সময় হতে সময়ের অন্তে।
মায়ায় ঘেরা হৃদয় গুচ্ছ জমাট বেঁধে গল্প শত
চোখের কোণে বালুকা রাশি ঝরে পরে বৃষ্টি হতে
কোন প্রভাতের বাঁশির সুরে বহে আসে সুখ মুখও পানে
তরঙ্গ ধ্বনি বাজিয়া ওঠে কোণ সুরেতে কোণ মায়াতে।।