মা
সূর্যের কিরণ তুমি,
ভোরের ঊষা।
তোমার জন্য এ জগতে মা
আমার আশা।।
তুমি সুন্দর মা,
তার থেকেও সুন্দর
তোমার প্রাণ খোলা হাসি।
তোমার দুটি চোখ
কথা বলে রাশি রাশি।
তুমি আমার কাছে নেই মা
আছো অনেক দূরে।।
জানি যত দিন আছি আমি
থাকবে আমার সাথে তুমি।
সারা জীবন এ ভাবে
থেকো আমার পাশে,
মা মানে অনেক কিছু
যত বলি কম।
যেখানে থেকো সুখে থেকো,
এই টুকু কামনা ও আমার কাছে কম।।
Subscribe
Login
1 Comment
Oldest