মা
তুমি তো আলো, তুমি তো ছায়া,
তুমি যে জীবন, মায়ের মায়া।
তোমার কোলে দোলনা দুলে,
শান্তি পায় প্রাণ, ঘুম এসে ভুলে।
তোমার হাসি সূর্যের আলো,
তোমার স্নেহে পৃথিবী ভালো।
তুমি আকাশ, তুমি যে বাতাস,
তোমার স্পর্শে সব কিছু স্বস্তি থাকে পাশ।
তোমার কথায় শক্তি পাই,
তোমার দোয়া সব বাধা ঠেকায়।
তুমি আমার পথের দিশা,
তোমার আদরে মুছে যায় বিষাদ বিষ।
তুমি যে নদী, তুমি যে স্রোত,
তোমার ভালোবাসা সারাজীবনের জোট।
তোমার গানে হৃদয় নাচে,
তোমার হাসি প্রাণকে নাচায়।
তুমি শিখাও ন্যায়ের পথ,
তোমার কণ্ঠে মেলে সব রত্নরত।
তুমি যে দুঃখে পাশে থাকো,
আমার জীবনে মায়ের মতো কেউ নাহি রাখো।
তুমি শক্তি, তুমি সাহস,
তোমার ভালোবাসা বারে অপরিসীম আহস।
তোমার আঁচলে আছে যে ঘ্রাণ,
সে ঘ্রাণে মেলে শান্তি আর প্রাণ।
তুমি ধরনী, তুমি আমার স্বপ্ন,
তোমার সান্নিধ্যে জীবন যে পূর্ণ।
তোমার ছায়ায় সব অন্ধকার মুছে যায়,
তোমার নামেই হৃদয় গেয়ে যায়।
তুমি আমার সকাল, তুমি আমার রাত,
তোমার আদরে জীবন হয় মধুমাত।
তোমার চরণে আমার আশ্রয়,
তোমার নামেই প্রাণে আসে স্নেহময়।
তোমার গলায় শুনেছি প্রথম গান,
তোমার ভালোবাসায় পৃথিবী রঙিন প্রাণ।
তোমার ত্যাগে আছি যে বেঁচে,
তুমি যে জীবন, মায়ের কাছে।
তোমার মমতায় পৃথিবী হাসে,
তোমার ছায়ায় শান্তি আসে।
তোমার কোলেতে চির শান্তি,
মা তুমি আমার জীবন সঙ্গী।
তোমার চরণে হাজার সালাম,
তোমার ভালোবাসা বারে অবিরাম।
তুমি আছো বলেই জীবন এত সুন্দর,
তুমি ছাড়া কিছুই নয়, মা, তুমি আমার!