মুখ না মুখোশ
মুখ না মুখোশ
বিমল মণ্ডল
কত পরিচিত মুখগুলো
কত সহজেই মুখোশ পরে ঘুরে বেড়ায়
আমি – তুমি- সে দেখতে থাকি
আমি ওর মুখের দিকে, ও আমার মুখের দিকে
আসলে প্রতিটি মুখ যেন একই রকম
তাই একটা বিশ্বাস বলয়ে এগিয়ে গেলে
অসংখ্য মুখোশ এসে—
আমাকে ঘিরে ধরে
আমি এখনও চিনে উঠতে পারি না
কার কোনটা মুখ
কে কেমন মুখোশ পরে থাকে!
Subscribe
Login
0 Comments
Oldest