প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কখনো কি করেছ নিজেকে প্রশ্ন?
তুমি প্রতিদিন কতটা অমগ্ন?
কখনো কি ভেবেছ তাদের কথা?
যারা পেয়েও তোমাকে না পায়, তাদের ব্যাথা?

আজ আমরা প্রত্যেকে বিদ্রোহী,
আঙ্গুল এর ছোঁয়ায় বিদ্রোহ তুলি!
সামান্য কিছু তে দিয়ে স্ট্যাটাস,
অন্যের উপরে দংশনে মরি!

বড়াই করি আমাদের দুর্বার গতি,
জানিনা আমরা করছি কত ক্ষতি,
মাশুল গোনে ছোট পাখি,
মশুল হয়ে আমরা মুঠোফোন ঘাঁটি!

সেই চড়ুই টা আজ আর আসেনা,
ঘরের কোনায় বাসা বাঁধেনা,
সেই নাম না জানা ফুল টা আর ফোটে না,
প্রকৃতির ভালোবাসা আমাদের ভাগ্যে জোটেনা!

সবকরেছি মুঠোফোনে বন্দী,
কিন্তু অযাচরে এই ফোন আটছে ফন্দী,
কমাতে গিয়ে ভালোবাসার দূরত্ব,
বাড়িয়েছি ঈর্ষা অতিরিক্ত।

মিথ্যে সামাজিকতার বানিয়ে চলচিত্র,
পিষে মেরেছি মানবিকতার মানচিত্র,
পেরিয়ে যাচ্ছি সব শালীনতার সীমা,
মনে রেখো, ভবিষ্যৎ কিন্তু করবে না ক্ষমা।

0

Publication author

0
লেখার চেষ্টায় চলেছি.....
Comments: 0Publics: 1Registration: 22-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে