মৃত্যুর সীমানা
যেখানে স্বপ্ন আকাশ ছোঁয়
সেথা মৃত্যুর সীমানা অনায়াসে
বঞ্চিত সীমানার পাহাড় থেকে
নীলনদের গভীরতা মাপা হয়।
পিরামিডের গা বেয়ে নেমে আসে
আশার এক পরিপূর্ণ বাতাস
মৃত্যুর রেখা হতে গভীর নিশানা
সেই মৃত্যুকেই ছুঁতে চাই।
মানুষের ভিড়ে শুধুই মানুষ
হেঁটে যায় চেনা নতুবা অচেনা পথে
যারা দেখেছিল হতাশার স্বপ্ন
গভীর রাত্রে স্টেশনের ময়দানে,
একটি নিস্তব্ধ স্মৃতিসৌধ গড়ে উঠেছিল
নতুন শহরের রাজপথে
নতুনেরা এসেছিল এই শহরে
মনুমেন্টের নীল প্রহরে।
মৃত্যুর সীমানা থেকে এসেছিল
আকাশের ঝরে যাওয়া তারা’গুলো
তারপর পিপাসা ঘেরা রক্তচক্ষু
শব্দের বিপরীতে।
আমি এসেছিলাম নীল বাংলার প্রান্তরে
কিছু স্বপ্ন হানা দিয়েছিল
মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে
মৃত কয়েকটি সমাধির উপরে।
গভীর থেকে গভীরে জেনেছিলাম
মৃত মানুষের হৃদয়গুলো;
যাহাদের হৃদয় ক্ষ’য়ে গিয়েছিল
বহু যুগ আগে।
মৃত্যুর সীমানা বহুগুণ বেড়ে
এসেছে আমার এই শহরের পথে
তারপর গভীর অন্ধকার
শহরের চত্বরে ।।
০/১২/২০২১-দ্বিপ্রহর