মেঘে ঢাকা চাঁদ
মেঘে ঢাকা চাঁদ
করিস না তুই রাগ
সূর্যের আলো তোকে দেবো
দিবি আলো রাতভর।
থাকিস যদি সারারাত
ভরে যাবে মনের ঘর
হাসিস যদি একবার
ভুলে যাবো রাতের কাজ।
মেঘে ঢাকা চাঁদ
আমি বলি তুই কাঁদ
চোখের জল তোকে দেবো
দিনের শেষে রাতের দেশে।
মেঘে ঢাকা চাঁদ
কোথায় যাবি আজ রাত
যাবি তুই অন্য দেশে
যাবো আমি তোর সাথে।
মেঘে ঢাকা চাঁদ
করিস তুই রাগ
চলে যাবো একদিন
বুঝবি সেদিন যাওয়ার দিন-
কি ছিলাম আমি তোর
কেঁদে ভাসবি সারারাত,
থাকিস যদি মনের ঘরে
বিদায় নেবো তোর কোলে।।
01/05/2020
Subscribe
Login
0 Comments
Oldest