মৌ কথা কও
মৌয়ের মানুষ থাকে ঢাকুরিয়া
তাকে দুই হাতে জোরে পাকুড়িয়া
মৌ লইয়া আসিবে পাকপাড়া।
যদি বা মৌসুমী বায়ু দেয় তাড়া
মৌ নিশ্চয় তাহাকেও দিবে ঠেলা,
বলিবে, তুমি তো প্রত্যহ সব বেলা
যখন তখন ওর সাথে সাথে বইছ
আর এখন আমাকে সরিতে কইছ?
হ্যাঁ, এই বারে তুমি ওকে ছেড়ে দেবে!
কারণটা হ’ল, ওর কথা ভেবে ভেবে
আমি জাগিয়া থাকি কত শত রাত
তুমি তো জান না সে গোপন বাত।
পুরষটি থাকে সেই দক্ষিণ দিকে দূর
উত্তরে মৌ, মনে তার খালি ভাঙচুর।
অনেক, অনেক দিন সে দেখেনি ওকে
যতই করুক নিন্দা, উতর-দখিন লোকে।
তাহাকে মৌ টানিয়া আনিবে নিজ ঘর
বলিবে, কত দিন থাকিবে গো তুমি পর?
এইবার কর মৌভান্ডার লুট, যত পার
মৌসুমী বাতাসের কথা মন থেকে ছাড়।
এইবারে মৌ একটু দস্যি হইবেই হইবে
আর কত দিবস চুপ করিয়া সে রইবে?
তার কথা ভেবে মৌ থাকে রাত জেগে
নিজের রঙে সে দিয়েছে মৌ-কে দেগে।