ম্রিয়মাণ আমি নিষ্ঠুর এই ধরাতলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিভেনি
কারো জলে
পোড়ালে যে অনলে
বক্ষের নিখিল অন্দর তলে,
তুষেরই মতো ক্ষত হয়ে জ্বলে;
জীবনের রঙ বদলে যায় ধূসরিমার তুষানলে।

কতো
প্রহর অনাদরে
কাটে বিনিদ্র অবসরে
জ্বালা জুড়াই কবিতার অন্দরে,
ডায়েরির পাতাগুলো ভরি কলমের আঁচড়ে;
কবিতারাও একসময় বিষাদের কান্নায় পড়ে ঝরে।

নিত্য
খেলা করে
কষ্টেরা ছুটন্ত অষ্টপ্রহরে
অন্তরে জমাট বাঁধে পাথরে,
এভাবেই যাবে চলে ভাবিনি ঘুণাক্ষরে;
শেষ হাসিটা ছলনারই ছিলো তোমার অধরে।

কেনো
গেলে চলে
উড়ন্ত বিহঙ্গিনী হলে
হারালে কোন্ সুখের নীলাচলে,
জানতেও পারিনি হারালে কোন্ দুষলে;
খুঁজে খুঁজে পরিশ্রান্ত আমি বিষাদী ধরাতলে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।