মৎস্যাশী সমাচার
”বিস্তৃত বিলের ধারে শুনেছি অনেক মাছ
দিবা-নিশি খেলা করে নির্ভেজাল বনিয়াদী সুরে,
পেয়েও হিমেল বাও আজ কেন তবে
হুলোর অন্তর যায় সুরালয়ে চুপিসারে পুড়ে?
মেঘেরা আশ্বাস দানে তটিনীর কাছে
ক্রন্দনেই এনে দিবে অসময়ে সুশীতল ধারা,
গোধূলির বেলা পেয়ে কেন তবে দেয়
বলবান মাছরাঙা গুবরের পিছু ডাকে সাড়া?”
চিন্তায় ফেঁসেছে এক সুবোধ শুশুক
গোপনে শুধায় এই কথাগুলো ভোঁদড়ের কানে,
জবাবে ভোঁদড় কয় ফিস ফিস করে
কুমির দিয়েছে নাকি বোধ সব বেচে
হা-করে ঘুরছে তাই ডাঙাতেও বাঘের সন্ধানে!
Subscribe
Login
0 Comments
Oldest