যদি
যদি
যদি এই রাত জীবনের শেষ রাত হত,
যদি ভেঙে যেত এই স্বপ্নের খেলা ঘর!
যদি হারিয়ে যেতাম মহাকালের গভীরে,
যদি থেমে যেত হৃদয়ের স্পন্দন!
যদি এই চঞ্চল দেহ মাটিচাপা হত,
যদি এই কণ্ঠের গান থেমে যেত চিরতরে,
যদি এই মুখের ভাষা হারিয়ে যত স্তব্ধ নগরে!
তবে তুমি মুক্ত বিহঙ্গের মত,
উড়ে যেতে সীমাহীন ধূসর আকাশের শেষ প্রান্তে!
ভাবনা বিহীন দীর্ঘ দিনের বেলা শেষে,
হটাৎ থমকে দাঁড়াবে এই শহরে!
হাজার মানুষের ভিড়ে কেবলই,
আমার মলিন মুখ খুঁজে ফিরবে,
হতাশার নগরীর দ্বারে দ্বারে!
সেই দিন বাতাসে কান পেতে শুনবে,
অতৃপ্ত আত্মার প্রতিধ্বনি!
তোমার হৃদয়ে ভেসে উঠবে,
সুরমা নদীর চৈত্রের তপ্ত বালুচরে,
পড়ে থাকা নিথর এক শরীর,
পড়ে আছে তোমার প্রতিক্ষায়!