যদি আমায় মনে পড়ে
যদি আমায় মনে পড়ে
– Md. Jayed Aziz
দখিনা দুয়ার খুলে দাঁড়িও দ্বারে
যদি গো আমায় মনে পড়ে
বাতাস হয়ে আসব কাছে তোমার
জড়িয়ে দেব মোরে নিবিড় করে আবার।
বিরহে আমার উদাস হয়ে রবে যখন
জানালা খুলে দূর আকাশে তাকিও তখন
দেখবে উজ্জ্বল কোন এক তারা বলছে কথা
আমার হয়ে, দূর করতে তোমার ব্যথা।
আনমনে বসে গাইছে গান, কোন এক পাখি
বাতায়ন পাশে, দেখো তারে মেলে আঁখি
খুঁজিও তারই মাঝে আমারে হে বিরহী
যতক্ষণ আকুল হয়ে সে যাবে গাহি।
আপন মনে একাকি পথে যাবে যখন দূরে
তখন আমারে যদি খুব করে মনে পড়ে
ভেবো তখন আছি আমি তোমার ছায়ার সাথে
হারিয়ে যাব না রইব কেবল তোমারই সাথে সাথে
বিরহের ক্ষণ গুলি যদি না চায় কাটিবার
স্মরিও মনে এই আমারে বার বার
যত কথা বলেছি তোমারে অনিবার
তারই মাঝে আমারে পাবে আবার।
যত খানি মোর স্মৃতি দিলাম তোমার করে
তার সাথে হারিয়ে যেও পেতে আমারে
সম্মুখে হয়ত তুমি পাবে না আমায়
স্মৃতির আমি দেখবে রয়েছি ঘিরে তোমায়।