যদি সে জানতো!
যদি সে জানতো..
অফুরন্ত দুপুরের মাঝে একটুখানি ছায়া
তার শীতল স্পর্শে মনে হয় সে বুঝি এলো!
কিংবা..
পড়ন্ত বেলায় পূব আকাশে ওই লাল সূর্য
ঠিক তার কপালের টিপের মতোই গাঢ় লাল।
যদি সে জানতো..
এই যে বাতাস বইছে,আর বইছে কিছু সুখ
ওই যে উড়ছে কয়েকটি চুল ,বড্ড এলোমেলো।
সে যদি জানতো!
এই কয়েকটি চুল আমাকে স্তব্দ করে রাখে।
গভীর রাতের ঘুমন্ত মুখখানি আমি বহুবার,বারবার কল্পনায় এনেছি।
আর ঠিক তখনি আমার ভেতরে গুনগুনিয়ে উঠেছে
মালকোসের বিচ্ছেদের সুর..
সে সুর বড্ড পোড়ায়।
গলিয়ে দিতে চায় ভেতরের যত মাংস পিন্ড।
সে যদি জানতো!
হায়, একবার যদি বলতাম তাকে!
যদি তাকে বলতে পারতাম..
যা কিছু বলতে চাইতাম!
বা,যা কিছু না বলার ছিল!
শান্ত নদীর উপরের খড়স্রোতা ,
সুখের বাতাসের গতিবেগ ঘণ্টায় কত ছিল হঠাৎ সেদিন!
যদি তাকে বলতে পারতাম..
সেদিনের সূর্য ছিল লাল আগুনের লেলিহান শিখা।
আর মধ্যরাত্রের মালকোস ছিল হাহাকারের সুর..
কিন্তু হায়! সে আর বলা হল না।
যেই কথা কখনোই তাকে বলতাম না।
হয়তো,বলার সময় হয়েই ওঠেনি কখনো..
#মন_সায়রের_পাড়ে