রক্তে লেখা ভারতবর্ষ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কত শহীদের প্রাণের বিনিময়ে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।

তোমাকে দুর্ভিক্ষের আগুনে পুড়তে দেখেছি,
মেশিনগানের বুলেটে দেখেছি স্বাধীনতা
তুমি আসবে বলে এ স্বাধীনতা;
হৃদয় কাঁপানো রক্তের নদী বেয়ে
হে স্বাধীনতা তুমি এসেছো,

আমার হাড়-ভাঙা পাঁজরে ফুটে উঠেছে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মেলে ধরবার জন্য হে স্বাধীনতা;
তোমাকে ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা
পাওয়ার জন্য এই স্বাধীনতা।

ভারতবর্ষের প্রতিটি মানুষের ঝাঁঝরা বুকে
যে নাম ফুটে উঠেছে তার নাম স্বাধীনতা
তার নাম দেশপ্রেম, বীরত্বের ছায়া;
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা
এ দেশ পবিত্র জন্মভূমি ভারতবর্ষ।

হাজারো মায়ের কোল খালি করে
তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা
শুধু তোমাকে পাওয়ার জন্য এ ভারতবর্ষ।

০৫/০৮/২০২১

 

 

 

 

 

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।