রক্ত মাখা পালক
আমার ভিষন শরীর খারাপ
মাথার ভিতর জানি না কোন দুঃখে
প্রতিরাতে তার ছবি এঁকে বসে।
আজ দেখা হয়ে ছিল তার সাথে
শত যুগ পরে।
আমার ভিষন মন খারাপ
রক্ত মাখা পালক ঝরে হৃদয়ে
সে ফেরে না, অন্য যুবক এসে নিয়ে যায় তারে।
প্রতিরাতে বিষের শিশির
জমে আমার হৃদয়ে শিশিরের মতো করে।
নক্ষত্রের গায়ে যে প্রেম জমে ছিল
সে প্রেম ঝরে পরল আজ রাত্রে
মারিয়ানা খাতের মতন গহ্বর হয়ে
আমার বুকের বামপাশে।
আমার ভিষন মন খারাপ
রক্ত মাখা পালকের রাত্রি
নীরবে ঝরে পড়ে ব্যর্থ ভালোবাসা হয়ে,
আকাশে ফেরে না আর তারার মিছিল
হৃদয় শুকিয়ে গেছে মধ্যরাতে
হাতের আঙ্গুলে।
তারে আমি ভালোবাসি
সে ভালোবাসে কি না জানি না!
ঢের ঢের বেশি প্রিয় আমার প্রিয়তমা
যতোই দুঃখ দিক না কেন আমারে,
তবুও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে
সে আমারি প্রিয় থেকে প্রিয়তমা।