রঙ বে- রঙের -রং –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রঙ বে- রঙের -রং
================
মোঃ রহমত আলী
====================
রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সোনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা ‘মণ’ !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা -না-র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!

===২৩-০১-২০২৩===

0

Publication author

offline 2 years

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।