রজনী
রজনী
হাকিকুর রহমান
বেনুবনে আজ ফুটেছে বকুল
পলকিয়া চাহি কারে,
শাওন আকাশে মেঘের ঘনঘটা
উচকিত করিবারে।
বহিছে বাতাস কঙ্কিনি সুরে
ডুবিতেছে দিবাকর,
গ্রাম ছাড়িয়ে মাঠের ওপারে
আঁধার করেছে ভর।
বাঁশ বাগানের ছায়া ঘেরা বনে
জ্বলে ওঠে জোনাকি,
চাতক-চাতকী ঘরে ফিরে চলে
নিদে ভরা দু’আঁখি।
শিশুরা ঘুমায় মায়েদের কোলে
কতনা মায়াতে ভরা,
কোলাহলহীন পথ প্রান্তর
ঘুমিয়ে পড়েছে ধরা।
Subscribe
Login
0 Comments
Oldest