রণক্লান্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রিক্ততার বক্ষ ভেদ করিয়ে দাবানল টেনে আনো
ওহে মুসাফির তুমি কি জানো কতো ব্যাথা মোর একাকী চিত্তে দাড় টেনে টেনে বসে
কতদিন আমি হয়েছি একা কালো প্রবিত্তে মিশে
কতো ব্যাথা মোর সোহাগে ধনিছে কতো ব্যাথা মোর প্রাণে
কতো মহিরথি ফিরিয়াছে পাশ অম্লান কন্ঠস্বরে
কত ব্যথা মোর জরাজীর্ণ বক্ষেরি ভিতরে
কত দ্বীপ আমি জ্বালিয়ে ফিরেছি কত দ্বারভাঙ্গা নিপীড়ন
কত মসজিদ হইয়া আনিছি কতটুকু মোর ব্যাথার দান
এ ভাঙ্গা গৌরব নাহি পারি আর সইতে এহেন দিনে
বদলেছে লোক, আমিও হয়তো ফিরে যেতে পারি চিনে
এবার আমারে গ্রহণ করোগো আয় খোদা দয়াময়
এই নামহীনা দেহে বাঁচিতে আর ইছা নাই মোর হায়
কেমন করিয়া ভাবিল আমি দস্যুর মত শয়তান
কেমন করিয়া ভাবিল লোকে আমি আজব এক ইনসান
আয় আয় মৃত্যু খানি মোর দরজা ভেঙে আয়
কাহার জন্ম ফিরিয়া আসিল নিঝুম নিরালায়
ওই প্রান্তিক মানুষটাকে রে তোমরা যদি চেনো
ছোট ছোট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে যদি জেনো
আমার মনেতে ক্ষুধার তৃষা আজ নিয়ে সাত দিন
পাইনি কো খেতে দু’মুঠো অন্ন বিষ ব্যাথা হয় লীন
আমার তৃষ্ণার মাঝে কতটুকু আছে ভগবান সেই মানুষের লোভে সাজে?
কতটুকু তার মহীয়ান এবে কতটুকু তার তন্দ্রা
ভাসিয়া নিয়েছে সমাধিতে মোর ফুলের বিতস্ত চন্দ্রা
কি করিবে প্রভু দেবার মত আর তো কিছু নেই
জগত্বে আমি পেলাম পরম শান্তি সমহৃতেই
কতটুকু তুমি এনেছিলে ঘরে ভালোবেসে যতন করে
আজ চেয়ে দেখো কত বড় আমি হইয়াছি লাজে শেষে
চন্দ্রার মতো চোখ দুটো তার মিলনের তেজবলে
ভাবুক মনের অলিন্দে তারই খোদার কৃপাণ জ্বলে
কিছুতেই তার ভরেনা সোহাগ সকাল দুপুর হলে
আমার মত অপরাধী বুঝি হয়ে যাবে শেষ কালে
তেমনই তখন হয়তোবা মৃত্যুও হবে শেষে
দুদিন রহিবে কারাগারে মোর রক্ত ফুলের বেশে
কিছুটা তো আমি চাই
হোক মৃত্যু রক্তস্নাত বিরহের বঞ্চনায়
তবুও ক্ষণিকের এই অতিথিকে রেখো মা দাসেরে মনে
ছোট ছোট তার ইচ্ছাগুলো ভাসিয়ে দিও না জলে
খড়্গ চালায় কাটিয়া দিয়াছ তব মুমূর্ষ মাথা
আসক্ত হয়ে এই জীবনের এতটুকু মোর ব্যাথা,
নেই সস্ত্রীক কিছু চাওয়া মোর নেই কোন রূপ পাওয়া
নেই কোন কিছু ভালোবাসা মোর জগতের মাঝে দেখি আছে শুধু বন্ধ চিবুক কারা
আমার মধ্যে ঘুমায়ে রয়েছে বিপ্লবী মহাবীর
তাহারি মতন একদিন আমি হয়ে যাব মহালীন
ধ্বনিবে না আর আমার নামের শব্দটুকু আর
মাটিতে লুটিয়ে পড়বে আমারি যত ছিল শখ আর
ধুলায় পড়ে লুটায়ে আমারই গোপন প্রেমের কথা
বিরহের মাঝে বেঁচে রবে শুধু না পাওয়া প্রেমের ব্যথা
শোনো শোনো মরে প্রাণপ্রিয় শোন ওহে প্রাণনাথ
একদিন যাব চলে করে সব কুপোকাত
আকাশে বাতাসে যেদিন আমার দিন আর রণিবে না
গগনে পাথারে যথাসময়ে আমি আর রহিব না
স্বর্গীয় প্রতীক যবে আমার নামে রবে
সেই দিন আমি চলে যাব প্রিয় যত ব্যথা কাঁধে করে
আমার মনে যুদ্ধ করে এসেছিলে যবে কাছে
শত ব্যাথা মোর প্রাণে টেনেছিলে হৃদয় কোলে পাছে
বন্ধু আমি চলিলাম এই নশ্বর ত্বক ছেড়ে
বিদ্রোহী রণক্লান্ত আমি হইলাম অবসরে।।

0

Publication author

0
কবি, সাহিত্যিক, সম্পাদক
Comments: 0Publics: 6Registration: 22-06-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।