রাখতাম পাখির মত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ছোটবেলা, আমার থেকে,
তোকে দিলাম ছুটি।
পুরনো স্কুলের বাক্স,
আর হারানো জলছবি।
খোলা রাস্তা,খাঁখা রৌদ্দুর,
দুপা করে হাঁটা,
আর যেখানেই যাই না কেন,
সবাইকে আজ টা -টা।
পুরনো গল্প, পুরনো খুশী
সব কিছু তখন স্বাধীন,
সাদা-কালো, আমার জীবন,
ছোটবেলা, হয়ে যারে রঙিন।
ফিরে যা তোর নিজের কাছে,
আবার, পিছন ফিরে,
যেখানে সবুজ মাঠের ধারে,
ফড়িং-এর দল ওড়ে।
ছোটবেলা, কেন যে তুই,
আমার কাছে এলি?
এসেও কেন, বসলি না’রে,
কোথায় উড়ে গেলি?
আবার যদি পেতাম তোকে,
আবার আগের যেমন,
সত্যি বলছি, সোনার খাঁচায়,
পাখিকে ধরে রাখতাম।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।