রাজা দেশের মহান – অসীম চক্রবর্ত্তী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সে এক মজার দেশে  রাজা ফেঁসে কহিল সর্বজনে

শত্রু ভারী প্রাণ শিকারী থাকে সর্বস্থানে।

সভা, মিছিল, ব্যবসাক্ষেত্র থাকিবে না আর খোলা

ঘরে থেকেই সারিতে হইবে জীবন মরণ খেলা।

পালিয়ে সবাই ঘরেই থাকো নিয়ম আজই চালু

ভিড়ের মাঝে হতচকিত কাঁপিছে পেয়াদা কালু।

সেনাপতি, মন্ত্রীসহ সবাই মৃদু স্বরে

একি নিয়ম! চলিলে মোরা মরিব অনাহারে।

বলিল সবাই কাতর স্বরে ‘রাজা দেশের মহান’

অভাব ভীষণ, বাঁচব কি আর নিয়ম যদি চাপান?

ক্ষণিক ভাবিয়া রাজা কহে থাকিবে কিছু খোলা

বাদবাকি সব নিজেই বোঝো করিও না জল ঘোলা।

 

সভার মাঝে রাজা হেসে শুধাইলো উচ্চস্বরে

বেতন মিলিছে দেশে কাহার খুবই উচ্চহারে?

কাহার বেতন ক্রমান্বয়ে কাহার সবার নিচে?

এখন বেতন হইবে সমান আগের ভাবনা মিছে।

মিছামিছি সময় নষ্ট হিসাবে কষ্ট নিয়ম আজই চালু

সভার পাশে করতালিতে হাসিয়া পেয়াদা কালু।

সেনাপতি মন্ত্রীসহ সবাই মৃদু স্বরে

একি নিয়ম! চলিলে থামিবে কর্ম অনাদরে।

সবাই বলিল, কাতর স্বরে ‘রাজা দেশের মহান’

খরচা ভীষণ, হয় কখনো বেতন সবার সমান?

ক্ষণিক ভাবিয়া রাজা কহে যাইবে শতাংশ কাটা

মিছে কান্না ভাঙিল কিছু পড়িল মনে ভাটা।

 

সভা পরিষদ ডাকিল রাজা কহিল মন্ত্রীগণে

আমার দেশের সকল শিক্ষা চলিছে প্রহসনে।

সঠিক উকিল, সঠিক বৈদ্য, সঠিক মেলা ভার

শিক্ষামানের মাপকাঠিতে দায় নয় মোর আর।

মানের পরখ হইবে না আর সবার মানই সমান

শিক্ষাক্ষেত্রে মানের ক্ষেত্রে ভেদাভেদটা কমান।

কতশত পরীক্ষা নিরীক্ষা কতইনা নিয়ম চালু

সভার পাশে মুচকি হাসে ষষ্ঠ পাশের কালু।

সেনাপতি মন্ত্রীসহ সবাই পড়িল জলে

একি নিয়ম! চলিলে দেশটা যাইবে রসাতলে

বলিল সবাই কাতর স্বরে ‘রাজা দেশের মহান’

লেখাপড়ার মান কখনো হয় কি কারো সমান?

ক্ষণিক ভাবিয়া রাজা কহে মেধার বিচার নহে

প্রাপ্ত নম্বর লইয়া খুশি থাকিবে এই আবহে।

 

রাজা থাকিবে রানী থাকিবে থাকিবে পেয়ারের সাথী

হয়তো অভাবি পেয়াদা কালু হইবে আত্মঘাতী।

আর কতো কি দেখিতে হইবে এই আবহে দেশে

রাজা রানীর চিত্তবিকারে রহিবে কি দেশ শেষে??

0

Publication author

offline 1 year

Asim Chakraborti

0
Kobitar Pata
Comments: 0Publics: 64Registration: 10-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।