রাতের আকাশ
আমার রাতের আকাশ ঘন কালো
একমুঠো রোদ্দুর কবিতার পাতায়।
একপশলা বৃষ্টিতে আমি
তোমার কাছে যেতে চাই;
আমার সারাটাদিন ভাবনার জাহাজ
শুধু তোমাকে দিতে চাই;
আমার রাতের আকাশ ঘন নীল
জোনাকির মুখে মুখে আলো
প্রেমে প্রেমে পরিপূর্ণ
নবজাতকের শতাব্দীতে।
Subscribe
Login
0 Comments
Oldest