রুখে দাঁড়াও
দেখেছি কত ইতিহাস
বয়েছি কত অপমান
সয়েছি কত যন্ত্রণা
বুঝেছি কত কথা
রেখেছি কত প্রশ্ন!
রুখে দাঁড়াও,আর না
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।।
গড়ে তোলো শক্ত এক বল-
দেখেছি কত ইতিহাস
ঝরেছে কত রক্ত
রুখে দাঁড়াও, আর না-
বয়েছি কত অপমান
কখনও করিনি প্রশ্ন!
গড়ে তোলো এক দল
বলো আমরা সবাই ভাই ভাই-
রুখে দাঁড়াও, আর না-
সয়েছি কত যন্ত্রণা;
কেঁদেছে কত আপনজন
ভেঙেছে কত কথা,
রুখে দাঁড়াও, আর না-
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।
গড়ে তোলো শক্ত এক বল-।।
১২/০৮/২০১৯
Subscribe
Login
1 Comment
Oldest