রূপবতী
খোপায় বাদনি রেশমি কেশ দেখতে বেশ,
কপালে’তে দেওনি টিপ দিয়েছ টিটলিতে কেশ।
মুখে বলনি কিছু বলছে চোখ যে বেশ,
আড়াল হয়নি শিশির বৃষ্টি ছুঁয়ে যাওয়া প্রভাত।
তোমার ঐ হাতের বালা, কানের কঙ্কণে
নীল শাঁড়ি পড়ায় লাগিছে বেশ।
Subscribe
Login
0 Comments
Oldest