লাল রংয়ের মৃত্যু
কিছু ক্লান্তি এখনো আটকা পড়ে আছে
কুয়াশার ভরে তোমায় দেখার আক্ষেপ মনে বহন করে
সকল প্রেমিকের দল সেই দুরন্ত ট্রেনের সামনে
প্রেমিকাকে দিবে প্রমাণ
হাতে তাদের রক্ত গোলাপ, শরীরটাও মেখে যাবে রক্তে
চোখে তাদের আশঙ্কা,
মন বোধহয় ক্ষত হয়েছে অধিক প্রশ্নের শিকারে
প্রেমিকা দূরে দাঁড়িয়ে দেখছিল
লাল রংয়ের মৃত্যু।
Subscribe
Login
0 Comments
Oldest