লোভ লালসা
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
জীবন নদে চাওয়া পাওয়ার
সীমা নাই যে তবে,
আশায় আশায় দিবস কাটে
আরো পাবে কবে।
লাগামহীন তো মনের চাওয়া
মানব জীবন তরে,
লোভী জনের জীবন ওই না
ধুঁকে ধুঁকে মরে।
লোভ জিনিসটা অতি মন্দ
দ্বন্দ্ব লাগায় ভালো,
জীবন মুখে লোভের ফাঁদে
দেখে না তো আলো।
আছে যার ওই যতটা বেশি
আরো চাই সেই লোকে,
পাওয়ার আশায় না পাওয়াতে
জীবন কাটে শোকে।
যা পেয়েছো খুশি থাকো
এই না জীবন নদে,
বেশি চাওয়া বেশি পাওয়া
ভুল যে পদে পদে।
রচনাকালঃ
১৫/০৮/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest