শরম
শরম
ইবনে নজরুল
আমার মনের মাঝে
কেবল বাজে
তোমার পায়ের
নূপুর ধ্বনি
দেখি,লাজশনিমা মুখটি তোমার।
শুনি,তোমার কথার ফিসফিসানি।
লাজের যেন নেই সীমানা,
আমার দেখা পেলে।
নন্দিত এক অজানা ভয়,
হৃদয়ে তোমার খেলে।
তোমার আড়ষ্ট চলার ভঙ্গি,
সরলতা তব সদা সঙ্গী।
মিশে আছে যেন অঙ্গাঅঙ্গি,
অঙ্গে তব লাগলে ধূলি
সেও যেন পায় শরম।
আমার হৃদয়ে তোমার নিশানা
শিহরণ তোলে পরম।
Subscribe
Login
0 Comments
Oldest