শর্ত সাপেক্ষে স্বাধীনতা
জাবালে নূর, জীবন বিনাশী
কেড়ে নিলো দুটি তাজা প্রাণ,
তাইতো মন করে আনচান
এ কেমন বিনোদন, কোন সে খান,
মন্ত্রী মহান, শুভ্র দন্ত হাসি।
হায় দেশবাসি! নিজভূমেই পরবাসী।
বেটা হীরক রাজাটা,
রেখে গেছে সব কীর্তি, যত অনাসৃষ্টি।
ওরই প্রেতাত্মা, আজো ভর করে
তাদের ঘাড়ে, যারা এদেশে,
দন্ড মুন্ডের কর্তা সেজে, রাজ্য চালায়,
পরিহাস করে, স্বৈরাচার বেশে।
মৃত্যূর মিছিলে রোজই যুক্ত হয় কত নাম,
বিবেক নাড়া দেয়া বিভৎস, অদৃশ্য চিত্রপট।
রুনি–মিতু-মীম, আরও কত নামহীন মানব সন্তান,
অকালে ঝরে গিয়ে ছবি হয়, কাগজের শিরোনাম।
তারপর, উজীরে আজম বাণী দেয়, কার যে কি দোষ
হায় আফসোশ, কোথা পাবো ভরসা, যতসব নন্দ ঘোষ।
গৃহপালিত যত চাটুকার, হলদে যত রিপোর্টার
হাতে দেয় তালি, কীর্তণ গায় দন্ড মুন্ডের কর্তার।
হায় স্বদেশ, কতকাল আর রবে হাহাকার,
স্বাধীন বাকশক্তি, নিরাপদ সড়ক,
স্বাভাবিক মৃত্যুর প্রত্যাশা আর
শর্তহীন বেঁচে থাকার গ্যারান্টি।