শহরতলীর লোডশেডিং
রাস্তাগুলো অন্ধকার
এক ঘন্টার লোডশেডিং,
তুমি আমি দুর্নিবার
এমন সময় তোমার রিং-
“কোথায় তুমি? কখন আসবে?”
“এই তো আমি। হাঁটছি পথে।”
নিয়ন বাতি নিভে গেছে
চাঁদের আলোয় ভুবন ভাসে,
শহরতলীর লোডশেডিং এ
তোমার আমার প্রেম হাসে।
***
তোমার শহর আলোয় ভরা
আমার শহরে লোডশেডিং,
রাস্তাগুলো অন্ধকার
অন্ধকারেই কাটছে দিন।
Subscribe
Login
0 Comments
Oldest