শারদীয় উৎসব

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শারদীয় উৎসব
পুলক সরকার দীপ্ত
মা আসবেন বছর ঘুরে
উৎসব হবে জগত জুড়ে ।
শারদীয়ার আগমনে
লাগলো দোলা সবার প্রানে।
পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা।
পুজো মানে হারিয়ে যাওয়া
আমার ছোট বেলা।
পুজো মানেই নানান রঙে
রঙিন হবার দিন।
পুজো মানেই ঢাক আর কাঁসর
বাজবে সারা দিন।
পুজো মানেই একটা বছর
অপেক্ষার দিন শেষ।
পুজো মানে হৈ-হুল্লোড় আর
আনন্দ হবে বেশ।
পুজো মানেই সবার বাড়িতে
নাড়ু মুড়ির ধুম।
পুজো মানেই সবার চোখের
হারিয়ে যাওয়া ঘুম।
পুজো মানেই শরৎ এর শুরু
গীষ্ম বর্ষা শেষ।
পুজো মানেই উঠবে মেতে
আমার বাংলাদেশ।
#_বিশেষ_দ্রষ্টব্য :- কপিরাইট একটি দন্ডনীয় অপরাধ। যদি কোন ব্যক্তি হুবহু এই কবিতার কোনো অংশ বা বা লাইন অনুমতি ব্যাতিত কোথাও ব্যাবহার করে বা নিজের নামে প্রকার করে। তাহলে কপিরাইট আইন , ২০০০ লঙ্গনজনিত কারনে ৮২ ধারায় শাস্তি পাইবে।

0

Publication author

0
আমি খুব সাধারন একজন মানুষ । আমি পেশায় লেখা পরা করি।
Comments: 0Publics: 2Registration: 20-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।