শিখা
যেদিন আমি উঠবো চিতায়,
আর দাউদাউ করে জ্বলবো।
সামনে দাঁড়িয়ে থেকো আমার,
না বলা কথা বলাগুলো সেদিন বলবো।
অবহেলার আর অবজ্ঞার,
অনেক নালিশ আমি ও করবো।
তবু ও যেয় ও না চলে,
অশ্রুবিহীন শেষ দেখা আমি তোমাকে দেখবো।
অস্থিমজ্জা হবে ছাই,
দেহ হবে নশ্বর,
ঘটিতে সেই ছাই নিয়ে,
ভাসিয়ে দিও গঙ্গা জলে,
মুখ ফুটে বলো না “ভালো রেখো তারে ঈশ্বর”।
লেলিহান শিখার দাপট তাপে,
চামড়া তোমার জ্বলবে।
তোমার চুপচাপ না বলা কথাগুলো,
তবু ও কিন্তু আমাকে বলবে।
আজীবন থাকবো তোমার নালিশে,
একসাথে পথ কাটানোর পর,
হাজারো খুঁনসুঁটি আর ঝগড়া ঝাঁটির পর,
দিনের শেষে থাকি যেন এক বালিশে।
✍ দেবাশীষ।
Subscribe
Login
0 Comments
Oldest