শিরোনামহীন কবিতা
বাহিরের আকাশ ধূসর কালো
আমার শিরোনামহীন কবিতা
বাতাসের রাশিতে রাশিতে ভেসে
বইয়ের শহরের রাজপথে।
নাম জানা নেই শহরের
শুধু কবিতার বই আর কবিতার বই
অজস্র কবিতা বইয়ের পাতায় পাতায়।
আমার লেখা কবিতা, প্রেমের কবিতা
প্রকৃতির কবিতা, দেশের কবিতা
আজ সবই মানুষের ভিড়ে ভিড়ে হাতে হাতে।
পাহাড় থেকে সাগর
আকাশ হতে মরুভূমি
মনের গভীর হতে চেয়ে দেখি
হাজার হাজার ভাবনার জাহাজ তরী।
শিরোনামহীন কবিতা আমার
তোমারে দিতে চাই,ও আমার প্রিয়তমা
শুধু তোমারেই দিতে চাই।
রাত নামে হেমন্তের হৃদয়ে
শীতের চাদর স্নিগ্ধতায় মুড়ি দিয়ে।
শহরে শহরে মশাল জ্বলে ওঠে
প্রেমিকদের হৃদয় উষ্ণ করার জন্যে
হঠাৎ তাঁদের প্রেমিকা এসে পড়ে
জড়িয়ে ধরতে চাই প্রেমিকের বুক।
প্রেমিক-প্রেমিকাদের হৃদয় হতে
ঝরে পড়ে শত শতাব্দীর জমানো গল্প।