শিশু
হারিয়ে ফেলেছি সব হারানোর নেই বাকি
তিনকাল গিয়ে চারকালে ঠেকেছে
এইভাবে বেঁচে আছি,
ছোট্ট শিশুদের আচরণ বড্ড ভালোবাসি।
কি কারণে কেন
ফুটে মুখে হাসি
সুযোগ পেলে পাগলের মতো একদৃষ্টে চেয়ে থাকি ।
নিষ্পাপ কোমল আধো আধো ভাষা
কখনো খুশি কখনো কান্না
চঞ্চলতায় করেছে মাতাল
কিসের ইঙ্গিত, কিসের নেশা
মনে হয় যেন জড়িয়ে ধরে বুকের কাছে রাখি ।
ছোট্ট শিশুদের বড্ড ভালোবাসি।
Subscribe
Login
0 Comments
Oldest