শীত বুঝি এলো
শীত বুঝি এলো -কনকনে ঠাণ্ডা
বসেছিলাম কফির টেবিলে
শুধুই একা আর একাকীত্ব
এই ব্যস্ত নগরী জমজমাট ।
গায়ে সেই পুরনো রেশমি চাদর
জড়িয়ে বসে থাকা আর চেয়ে থাকা
শীতের বিকেলটা ভীষণ সুন্দর
সূর্য লুকিয়ে যায় পাহাড়ের দেশে ।
কি করে ভুলে থাকা যায়
কাচের গ্লাসে লিখে যাওয়া সেই নাম
কিছুটা তুষার ঝরে পড়ে এখানে
জানি তুমি ভালোই আছো
সব কষ্টগুলো ভুলে থাকা
অনন্তকাল ধরে চেয়ে থাকা
দাও সব ফিরিয়ে যে সময়টুকু নিয়ে গেছো
দেখো চেয়ে রেশমি চাদর খানা
আজো পড়ে আছি ভালোবাসা প্রকাশ
প্রতারক প্রেমিকের কাছে সবই একই রকম
শীত কিছুটা এলো বলেই
শুকনো কাশি আর গ্লাসে ডুবে থাকা
এই তো বেস আছি ভালো ।