শুধু একটি সুযোগের অপেক্ষায়
শুধু একটি সুযোগের অপেক্ষায়
শুধু একটি বার
আমাকে বদলানোর সুযোগ দাও
আমি পুরো পৃথিবী বদলে দেবো।
শুধু একটি বার
আমাকে সামনে থেকে নেতৃত্ব দেবার সুযোগ দাও
আমি অগনিত নেতা তৈরী করে দেবো।
শুধু একটি বার
আমাকে আপন করে ভাবার সুযোগ দাও
আমি হিনী চিন্তন ধারার সূচনা এনে দেবো।
শুধু একটি বার
আমার আমিকে বুঝার সুযোগ দাও
আমি অক্ষৌহিনী আমিত্বকে ভেঙ্গে আমরা’র অমরত্ব এনে দেবো।
শুধু একটি বার
শুধু একটি সুযোগের অপেক্ষায়
আমি আর কতকাল বুভুক্ষু থাকবো।
Subscribe
Login
0 Comments
Oldest