শুধু কবিতার জন্য
শুধু কবিতার জন্য এই জীবন, শুধু কবিতার
জন্য এই বেঁচে থাকা, শুধু কবিতার জন্য এ প্রেম
হৃদয়ে ধারণ করা, শুধু কবিতার জন্য
পৃথিবীতে জন্মলাভ করা;
শুধু কবিতার জন্য তুমি প্রিয়তমা, শুধু
কবিতার জন্য আকাশের সীমানা,
শুধু কবিতার জন্য পৃথিবীর আলো দেখা
শুধু কবিতার জন্য বিরহ জ্বালা সহ্য করা;
শহরে শুধু কবিতার জন্য শান্তি লাভ করা
শুধু কবিতার জন্য আমি বিষপান করেছি।
শুধু কবিতার জন্য এ ভালোলাগা, ভালোবাসা
শুধু তোমারি জন্য এ কবিতা লাভ করা, শুধু
কবিতার জন্য এ প্রহর, শুধু কবিতার জন্য
তুমি মোনালিসা,কত যুগ পেরিয়ে
এই পৃথিবীর প্রান্তরে আসা,
শুধু কবিতার জন্য যত ক্ষোভ, শুধু
জীবনের ‘শূন্য’ হাতে পূর্ণ কবিতা, শুধু
তোমারি জন্য যত প্রেম অন্তরে গাঁথা।
শুধু কবিতার জন্য মানুষে মানুষে ভালোবাসা
দুঃখে আনন্দেতে কবিতা’কেই সঙ্গে পাওয়া;-
শুধু কবিতার জন্য আমার যত কল্পনা,
ভাবনার জগৎ শুধু কবিতার জন্য লাভ করা।।
১৩/১০/২০২১