শুধু খেলার পুতুল
আমি ছিলাম এক বুদ্ধিমান ছেলে
তাই পেয়েছিলাম সবার থেকে ভালোবাসা
আমার চোখেই দেখেছিল পিতামাতা
তাদের আমায় নিয়ে স্বপ্ন পূরণের আশা।।
অদূর ভবিষ্যতে হব আমি শিক্ষক
কিংবা উকিল নতুবা ডাক্তার
করব এই হতভাগা গ্রামের উন্নতি
অন্ধকারাচ্ছন্ন সমাজকে করব সংস্কার।।
যতদূর পড়ছে মনে আমি এক চাষির ছেলে
খুব কষ্টের ছিল আমাদের সেই সংসার
60 বছর পেরিয়ে আজ ভাবছে একা
সেই স্বপ্ন দেখার ছিল কি দরকার?
একের পর এক দেখেছিলাম স্বপ্ন আর
ভেবেছিলাম সমাজকে করব আলোই আলো
কিন্তু একদিন সব আলো মুছে গিয়ে হঠাৎ
শুধু দেখলাম চারদিক সব কাকের মতো কালো।।
রহিম দিয়েছিল এক ছিপি মোটে
খাব না মোটেই,দিয়েছিল জোর করে
তারপর হঠাৎ সবকিছু হয়ে গেল ঝাপসা
সেদিন আর পারলাম না ফিরতে ঘরে।।
হতবাক আমি রহিমের এই অপরূপ বন্ধুত্বে
তারপর থেকেই এক, দুই, তিন……..
ধীরে ধীরে বাড়তে থাকলো সে আনমনে
কখনো ছিপির সংখ্যা কখনো বা দিন ।।
তারপর হঠাৎ একদিন রহিম হল অদৃশ্য
আর আমি হলাম সেদিন থেকেই বড্ড একা
রহিমের বন্ধুত্ব হঠাৎ গেল উবে
আর ধ্বংস হতে থাকলো আমার টাকা।।
এগুলো আজ হয়েছে অতীত
বর্তমান নিয়ে ভাবছি একটু বেশি,
তবুও অতীত বারবার দিচ্ছে উঁকি
তাই মুখে আজও বেদনাদায়ক হাসি।।
সেই চেনা কথাটাই পড়ছে মনে আজ
‘মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’,
রহিম আজ আর বেঁচে নেই
জীবনে সাহাহ্নে পেয়েছিল সে তিরস্কার।।
শরীরে বইছে রক্তের বদলে শুধু জল
হারিয়েছি আজ উঠে দাঁড়ানোর শক্তি,
আবেগের ঘোরে ভালোবেসেছিলাম মদ্যপানকে
বেড়েছিল পচা পান্তার প্রতি ভক্তি।।
আজ স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল
পায়নি কারোর থেকে ভালোবাসা, প্রতিপত্তি,
পিতামাতার স্বপ্ন পারলাম না করতে পূরন
হলাম না কোনো গন্যমান্য ভদ্র ব্যক্তি।।
তবুও পরিচিতি হয়েছি সবার কাছে
নাম দিয়েছে তারা আমায় ‘ক্ষাপা মাতাল’
সঙ্গে আরও যুক্ত হয়েছে বাচ্ছা থেকে বুড়ো
আমি নাকি বড্ড বেশি বাচাল।।
এসব করেছি সহ্য,একটা আফসোস নিয়ে
বন্ধুর দেওয়া উপহার, সেই একটা ভুল….
সবার কাছে আজ হয়েছি আমি
তাদের হাতে তৈরি একটা খেলার পুতুল।।