শুভ শারদীয়া

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কারো কাছে এই ছটি দিন,
ভীষণ মজা রোজ।
কেউ যে আবার করছে দেখো,
মাথা গোঁজার খোঁজ।

বসবে সেথায় ব্যারিকেট আজ,
কদিন ফুটপাতে শোয়া মানা।
বৃষ্টি এলে পালাবে কোথায় ?
নেই যে তাদের জানা।

এখন এ তো আলোর শহর,
এ যে নতুন তিলোত্তমা।
হেথায় সেথায় লাখো মানুষ,
শত চেষ্টায়-ও যায় না গোনা।

ভরেছে আলোয় পথ-ঘাট আজ,
ঘুঁচেছে আঁধার রাতি।
কিন্তু এতো আলো-ও জ্বালাতে পারে না,
এদের জীবন বাতি।

খাওয়া ভালোই জুটবে কদিন,
ওই ডাস্টবিন-টার পাশে।
ওদেরও একটু মনটা ভরে,
এই শারদীয়া মাসে।

দেবে খাওয়া দাওয়া পূজা কমিটি,
দেবে দুস্থ সেবার দোহাই।
হবে ডাল-চাল , আর কাপড় বিলি,
ফটো নিয়ে করবে সকলে বড়াই।

যেই, শিশুটা- খেলছে ধুলার উপর,
তার হাতেও হয়তো, জুটবে একটা বেলুন।
কিছু বেশি ভিক্ষা পেয়ে, কটা মানুষ হয়তো,
জ্বালাবে একটু উনুন।

ওরাও ভাবে, মা যদি এই ধরনীতে,
থাকতো সারা বছর।
তাহলে হয়তো এই সমাজও,
করতো, মোদের একটু কদর।

কিন্তু যেদিন, বুঝবে আলো,
শহর হবে আগের মতো।
সেদিন আর ,কেউ যে এসে,
জুড়াবে না তাদের ক্ষত।

সমাজ চলবে একই ধাচে,
গরীব, আরো গরীব হবে ধীরে।
বছর বছর যতই আসুক,
মা এই, ধরাধামেতে ফিরে।

তাই সকলকে বলি শুভ শারদীয়া,
বল দুগ্গা মায়ের জয়।
মানুষ তুমি যাই হওনা কেন,
যেন সবার ভালো হয়।

0

Publication author

offline 1 year

Saya

0
I love to write poem.
Comments: 0Publics: 2Registration: 29-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে