শুরু হক নতুনের উৎসব
‘যতদূর’, অদ্ভুত রৌদ্দুর ছড়িয়ে,
তুমি কেমন দাঁড়িয়ে আছো!
আমাকে উত্তাপ দেবে বলে,
তুমি যেমন পন করেছো।
ভেসে গেছে, যতদূর চোখ যায়,
সর্ষেক্ষেতে ক্রমশঃ হারিয়ে,
হলুদে, হলুদে বাহারি খেলায়,
তোমার ছোঁয়া পেয়েছে।
আনমনা, সবটুকু ঢেলে দিয়ে,
ডুব দিয়েছো, ভরা যৌবনে,
আজ তাই জেগে ওঠে,
ফসলের ঘুম, মাঠে, মাঠে।
অনাস্বাদিত চোখে, মুখে,
কেমন জড়িয়ে রয়েছে সুখ।
সব কিছু ভুলে গিয়ে প’রে,
শুরু হ’ক নতুনের উৎসব।
Subscribe
Login
0 Comments
Oldest